শ্রীশ্রী ঠাকুর ও শ্রীশ্রীমায়ের অশেষ কৃপায় কালিকাপুরাণোক্ত বিধিতে "শ্রীশ্রীদুর্গাপূজাপদ্ধতি" লেখা সম্পন্ন হলো। কালিকাপুরাণ ছাড়া মৎস্যপুরাণ, ব্রহ্মবৈবর্তপুরাণ থেকেও কিছু মন্ত্রগ্রহণ করা হয়েছে। তান্ত্রিকমন্ত্রগুলি প্রাচীন তান্ত্রিকগ্রন্থ যেমন মহানির্বাণতন্ত্র, মুণ্ডমালাতন্ত্র, কালীবিলাসতন্ত্র, বৃহন্নীলতন্ত্র, শারদাতিলক, মৎস্যসূক্ত থেকে নেওয়া হয়েছে তেমন নেওয়া হয়েছে তন্ত্রগ্রন্থের উপরে রচিত শ্রীমৎকৃষ্ণানন্দ আগমবাগীশকৃত "বৃহৎতন্ত্রসার" এবং অপরগ্রন্থ "শাক্তানন্দ তরঙ্গিনী" ও "প্রাণতোষিণীতন্ত্র" থেকে। বৈদিকমন্ত্রাদি যজুর্বেদ অবলম্বনে--অপর বৈদিকপূজারীগণ আপন-আপন বেদানুযায়ী মন্ত্র বলিবেন। হোমপদ্ধতি তান্ত্রিকমতে দেওয়া হয়েছে।
কিছু মন্ত্র শ্রীরঘুনন্দকৃত "দুর্গোৎসবতত্ত্ব" থেকেও গ্রহণ করা হয়েছে। কল্পারম্ভ পদ্ধতি ষষ্ঠ্যাদিকল্পারম্ভ মতে দেওয়া আছে।
ভুল কোনো মন্ত্র থাকলে ক্ষমাপ্রার্থনা করা হয়েছে---অপরাধ মার্জনা করবেন। পরবর্তী সংস্করণ-এ সংশোধন করা হবে।
অলমিতি-
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

(اَلقُرآنِ الشَریف (في تَرتیبِ النُزوُلِ الوَحی by سیّد مرتضی موسوی

Kya Ishwar Hai? Hai, To Kya Hai? by R.P.Mittal

अंतःकरण का स्वरूप by Dada Bhagwan

Conversations on Yoga by Sanjeev Newar