You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
ওড়িয়া চৈতন্য জীবনীগ্রন্থের মধ্যে কানাই খুন্টিয়া রচিত এই মহাভাব প্রকাশ সর্বাপেক্ষা প্রাচীন। এমনকি বৃন্দাবন দাসের চৈতন্যভাগবতের ও পূর্বে রচিত চৈতন্যজীবনী গ্রন্থ। কানাই খুন্টিয়া ছিলেন শ্রীচৈতন্যমহাপ্রভুর পার্ষদ ও ওড়িশায় শ্রীচৈতন্যলীলার সাক্ষী। শ্রীমৎগৌরগোবিন্দ স্বামী মহারাজ বহুবার ইসকন ভুবনেশ্বর মন্দিরে এই মহাভাব প্রকাশ গ্রন্থের ওপর প্রবচন দিয়েছিলেন। এই গ্রন্থে কানাই খুন্টিয়া বলেছেন তিনি এই সকল তত্ত্ব কথা শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে শ্রবণ করেছিলেন এবং বক্রেশ্বর পণ্ডিত গোস্বামীর কথায় তিনি এই গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন। এই গ্রন্থে বেশ কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া যায় যা আর কোনো চৈতন্য জীবনী গ্রন্থে পাওয়া যায় না, শ্রীফকিরমোহন দাসবাবাজী পুরুষোত্তম পত্রিকার সম্পাদক শ্রীকৃষ্ণানন্দ দাস, কাব্য ব্যাকরণতীর্থ ভাগবত শাস্ত্রী মহাশয়ের কাছ থেকে এই মহাভাব প্রকাশ গ্রন্থের একটি খণ্ডিত পুঁথি সংগ্রহ করে এই গ্রন্থটি প্রথম ওড়িয়া লিপিতে প্রকাশ করেন। এই গ্রন্থটি সর্বপ্রথম অনুবাদ সহ প্রকাশ হল।
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Mahabhava Prakasha মহাভাব প্রকাশ.